28 C
Dhaka,BD
May 19, 2024
OkeNewsBD
দেশজুড়ে

সাকিবকে দেখতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্র আহত

কুমিল্লায় সাকিবকে দেখতে গিয়ে ভক্তদের ভিড়।

জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার ও মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানকে দেখতে এসে মো. নীরব (১৩) নামে এক স্কুলছাত্র বিদ্যুৎস্পর্শ হয়েছেন।

মঙ্গলবার (৭ মে) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ধোড়করা বাজারের মালেক টাওয়ারের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত নিরব উপজেলার কনকাপৈত ইউনিয়নের কাগাইশ গ্রামের জসিম উদ্দিনের ছেলে এবং স্থানীয় ধোড়করা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধোড়করা বাজারের আবদুল মালেক টাওয়ারে কসমেটিকস ব্র্যান্ডের একটি শো-রুম উদ্বোধন করতে ক্রিকেটার সাকিব আল হাসান মঙ্গলবার চৌদ্দগ্রামে পৌঁছান। ক্রিকেটার সাকিব আল হাসান উদ্বোধনস্থলে আসার ঘণ্টাখানেক আগেই ধোড়করা বাজারে লোকজন ভিড় করেন। এ সময় আবদুল মালেক টাওয়ারের পল্লীবিদ্যুতের এলোমেলো তারের জঞ্জালে আটকে বিদ্যুৎস্পর্শ হয় নিরব। এতে নিরবের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।

এ সময় স্থানীয় জনতা বিদ্যুাৎ সংযোগ বিচ্ছিন্ন করলে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জরুরি বিভাগের মেডিকেল অফিসার রবিউল হক বলেন, আশঙ্কাজনক অবস্থায় নিরবকে এখানে নিয়ে আসা হয়েছে। তার শরীরের বুকের অংশের ডান পাশে প্রায় ৪০ শতাংশ জ্বলছে গেছে। আমরা প্রাথমিক চিকিৎসার শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা বলেন, সাকিব আল হাসান আসার আগে উৎসুক জনতার সঙ্গে নিরব নামে এ স্কুলছাত্রটি একটি ভবনের দ্বিতীয় তলায় উঠার সময় বিদ্যুতের তারে জড়ে ঝলসে যায়। চিকিৎসক জানিয়েছেন তার শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে।

এ বিষয়ে চৌদ্দগ্রামের দক্ষিণে গুনবতী পল্লীবিদ্যুৎ অফিস এজিএম জানায়, ঘটনার সময় বৈদ্যুতিক কোনো শর্টসার্কিট ছিল না। তবে চালু লাইনের সঙ্গে কোনোভাবে জড়িয়ে গেলে সে আহত হয়।

Related posts

ছাত্রীদের পানি-কোক ছিটিয়ে উত্ত্যক্ত, কারাগারে এক তরুণ

Asha Mony

সহকারী প্রকৌশলী নিহত , পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে

admin

প্রথমবার ইভিএমে ভোট দিয়ে খুশি পিরিঙ্গিনী বালা

admin