38.6 C
Dhaka,BD
May 20, 2024
OkeNewsBD
বগুড়া

ইন্টারনেট ও টেলিফোন সেবা ৭২ ঘণ্টা বন্ধ থাকবে বগুড়া-জয়পুরহাটে

বগুড়া শহর, উপজেলাসমূহ এবং জয়পুরহাট জেলায় বিটিসিএল কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের মাধ্যমে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বেতার ও গ্রন্থাগারে সংযোগকৃত ইন্টারনেট সেবা বন্ধ থাকবে। আগামী ২২ ফেব্রুয়ারি বিকেল ৫টা থেকে ২৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত এ সেবা পাওয়া যাবে না।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) উপমহাব্যবস্থাপক (টেলিকম) বগুড়া কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়েছে। এতে বলা হয়, বগুড়া শহরের সাতমাথায় তিনতলা টেলিফোন ভবনটি বুয়েট কর্তৃক ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ওই ভবন থেকে সুইচ রুমের যাবতীয় যন্ত্রপাতি অন্যত্র স্থানাস্তর করা হবে। এ কারণে ৭২ ঘণ্টা ইন্টারনেট সেবা বন্ধ থাকবে।

এর আওতায় জিপন (GPON), লিজড লাইন ইন্টারনেট (LLI), ভিপিএন (VPN) সেবা রয়েছে। এ ছাড়া টেলিফোন (AGW) কপার ক্যাবলের মাধ্যমে দেওয়া সংযোগ বগুড়া শহরে ২২ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ বিকেল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘোষিত সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।

Related posts

বঁটি দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা, স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড

Asha Mony

বগুড়ায় ব্রিজের পাটাতন ভেঙে পাঁচ রুটে যান চলাচল বন্ধ

Asha Mony

বগুড়ায় ৫৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

admin